নীলফামারীর সৈয়দপুরে চাঁদনগর এলাকার তুলশীরাম স্কুলের সামনের এক শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার ( ৬৫) নামে এক বৃদ্ধা মহিলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুরো ঘরে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ধারণা করা হচ্ছে চুরি করতে আসা চোরের অস্ত্রের আঘাতে ওই মহিলার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় মৃত মোকছেদুল আলমের স্ত্রী তুলশীরাম স্কুলের সহকারী শিক্ষিকা রোহীলা পারভিন পরিবার নিয়ে বসবাস করতেন। সেই বাসায় শামসুন্নাহার কেয়াটেকারের কাজে কর্মরত ছিলেন। দিনে-দুপুরে এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার জানান, উদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।