বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চৌগাছায় জুলাই বিপ্লবের পঙ্গু ও শহীদদের স্মরণে জামায়াতের দোয়া অনুষ্ঠান 

চৌগাছা (যশোর) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৯:৫১
আপডেট  : ০১ জুলাই ২০২৫, ২০:১৫
চৌগাছায় জুলাই বিপ্লবের পঙ্গু ও শহীদদের স্মরণে জামায়াতের দোয়া অনুষ্ঠান 
ছবি : যায়যায়দিন

যশোরের চৌগাছায় জুলাই বিপ্লবের পঙ্গু ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলার শাখার উদ্যোগে ১ জুলাই মঙ্গলবার আছরের নামাজের পরে কামিল মাদ্রাসা মসজিদে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ।

সাধারণ সম্পাদক মাও. নুরুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দিন, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক পৌর জামায়াতের আমির মাও আব্দুল খালেক, জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাও আব্দুল লতিফ, শামসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাও. গোলাম মোরশেদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা গুলি করে হত্যা করেছে সেই সমস্ত ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি। হাজারো মায়ের বুক খালি করে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে বহাল তবিয়তে আছেন।

জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এক বছর পার হয়েছে এখন পর্যন্ত ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার আহবান করেন।

আলোচনা শেষে জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলার ১১ টি ইউনিয়নে স্থানীয়ভাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে