মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রী ধর্ষনের অভিযোগে আরিফ মিয়া (২৩) স্কুল শিক্ষককে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
অভিযুক্ত আরিফ মিয়া মুলাইদ গ্রামের কামাল মিয়ার ছেলে এবং মুলাইদ আয়েশা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের শিক্ষক।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার মুলাইদ গ্রামের আয়েশা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের শিক্ষক আরিফ মিয়া কাছে প্রাইভেট পড়তো ১৩ বছর বয়সী ওই স্কুল ছাত্রী। প্রাইভেট পড়ার সুবাদে তাদের মধ্যে ভাল সম্পর্ক তৈরী হয়। ওই ছাত্রীর কাছ থেকে কয়েকদিন আগে একটি বই নেন ওই শিক্ষক।
গত শনিবার (২৮ জুন) বইটি ফেরত দেয়ার কথা বলে অভিযুক্ত শিক্ষকের পরিচালনাধীন তালিমুল কুরআন আন্তর্জাতিক মহিলা মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে বিভিন্ন ধরনের হুমকি দেয় শিক্ষক। পরে বিষয়টি বাড়িতে এসে জানায়।
এঘটনায় অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করে স্কুল শিক্ষককে গ্রেপ্তার থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের কথা শিকার করে। স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুল ছাত্রীকে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান।