নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডে মুজিব মার্কেটের এক গোস্তের দোকানে একটি ষাঁড় গরু চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পরে দুই ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ষাঁড় গরুটি উদ্ধার করতে সক্ষম হন থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন এবং গরু চুরির ঘটনায় জড়িত থাকার আটককৃত আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুলে অবস্থিত মুজিব মার্কেটে নিচতলায় মনু গোস্ত বিতান নামে এক গোস্ত ব্যবসায়ী আল আমিনের কালো রঙের একটি গরু চুরির ঘটনা মঙ্গলবার রাতে ঘটে। ওই গোস্ত ব্যবসায়ী আল আমিন তার নিজ গোস্ত দোকানের সামনে ডি এন ডি লেকপাড়ে গরু জবাই করার পূর্বে বেঁধে রাখেন।
সঙ্ঘবদ্ধ গরু চোর দল সুযোগ বুঝে গরুটি নিয়ে চম্পট দেয়। এদিকে গোস্ত ব্যবসায়ী গরুটি না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় বুধবারে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ জাকিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনার তথ্য ও উপাত্ত সংগ্রহ করে দ্রুত অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন।
পরে অক্ষত অবস্থায় চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। আটকৃত হল, মোঃ সোহান (২০) , মোঃ শুভ (২০) ও মোঃ সৈকত (২৪)।
গ্রেফতারকৃত দুজনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় অপর একজনের বাড়ি চাঁদপুর জেলায়। আসামিদের তত্ত্বের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁর থানা গাংগাকুল কান্দি এলাকার মোঃ আলীর গোয়াল ঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।