শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বাঁশখালীতে বৈছাআ’র নবগঠিত কমিটির প্রথম সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ১৬:০৬
আপডেট  : ০৫ জুলাই ২০২৫, ১৭:০৫
বাঁশখালীতে বৈছাআ’র নবগঠিত কমিটির প্রথম সভা
যায়যায়দিন

চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখা নবগঠিত কমিটির প্রথম পরিচয় পর্বমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে আন্তরিক পরিচিতির পাশাপাশি আগামীর দিকনির্দেশনা ও কর্মপন্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে একটি সম্ভাব্য কার্যপরিকল্পনা প্রণয়ন করা হয়, যা সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক হবে। পরিচয়পর্ব শেষে কমিটির সদস্যরা পটিয়ায় পুলিশের দ্বারা ছাত্রজনতার ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান।

অপরদিকে সন্ধায় নবগঠিত কমিটির সদস্যরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন।

ভবিষ্যতে গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে