অষ্টগ্রাম ভিজিএফর ৪৩ বস্তা চাল উদ্ধার
কিশারগঞ্জের অষ্টগ্রাম পুলিশ ৪৩ বস্তা ভিজিএফর চাল জব্দ করছে। উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে বাজার থেকে শুক্রবার রাতে আটক করা এসব চাল খয়রপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নর বলে জানা যায়, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন জানান শুক্রবার রাতে চালগুলো জব্দ করে পরে