যাত্রীহীন ‘রিজার্ভ’ বাসে ঢাকায় পৌঁছায় কেমিক্যাল মেশানো সাতক্ষীরার আম
আবারও মাথাচাঁড়া দিয়ে উঠেছে সাতক্ষীরার অসাধু আম ব্যবসায়ীরা। এরইমধ্যে এ চক্রটি অপরিপক্ক গোবিন্দভোগ জাতের আম কেমিক্যাল দিয়ে পাঁকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাতে শুরু করেছে। আর এসব আমের চালান সাতক্ষীরা থেকে ঢাকা পৌঁছাতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন তারা।