সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে সাব ইন্সপেক্টর (এসআই) আদনান বিন আজাদ ও সাব ইন্সপেক্টর (এসআই) রিয়াজুল ইসলামসহ পুলিশ সদস্যরা রামনাথপুরে এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামের মৃত শামছুর গাজীর দুই ছেলে হোসেন আলী (৪৫) ও কাশেম আলী গাজী (৪৮) এবং চর গোবিন্দপুর গ্রামের আব্বাস গাজীর ছেলে ইব্রাহিম হোসেন মুন্না (২১)।
তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই নিয়মিত মামলার আসামি। গ্রেপ্তার পরবর্তী বিচারার্থে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।