সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ

দেবহাটার বহু অপকর্মের হোতা ছাত্রদল নেতা ফরহাদকে অব্যাহতি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ২১:৩৯
আপডেট  : ০৪ মে ২০২৫, ২২:২৭
দেবহাটার বহু অপকর্মের হোতা ছাত্রদল নেতা ফরহাদকে অব্যাহতি
যায়যায়দিন

সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানের ২০ লক্ষাধিক টাকা মূল্যের জমি দখল, চাঁদাবাজিসহ বহু অপকর্মের হোতা দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ওরফে ইমরান ফরহাদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

রোববার (৪ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সিদ্ধান্তে দেবহাটা উপজেলা ছাত্রদলে আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেপরোয়া হয়ে ওঠেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন। সেদিন বিকেলেই দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান শাওনের সখিপুর বাজারস্থ আইটি ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান অনিক এন্টারপ্রাইজে ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে ব্যাপক তান্ডব চালায় সন্ত্রাসীরা।

তারা সাংবাদিক শাওনের ব্যবসা প্রতিষ্ঠানটি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পর ২০ লক্ষাধিক টাকা মূল্যের জমিও দখল করে নেয়।

এঘটনায় ভুক্তভোগী গণমাধ্যমকর্মী বাদি হয়ে ছাত্রদল নেতা ফরহাদ হোসেন ও যুবদল নেতা কামরুজ্জামান কামরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে সে ঘটনার সত্যতাও পেয়েছিল কেন্দ্রীয় বিএনপির নির্দেশে গঠিত তদন্ত কমিটি।

পাশাপাশি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানের জমি দখলের ঘটনায় তাদেরকে আসামি করে আদালতে পৃথক দুটি মামলাও করা হয়। যা সাতক্ষীরার বিজ্ঞ আদালতে বর্তমানে বিচারাধীন রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, জবরদখলের ৯ মাস অতিবাহিত হলেও ওই ছাত্রদল নেতা ফরহাদ হোসেন ও তার ক্যাডার বাহিনীর কবল থেকে এখনও ব্যবসা প্রতিষ্ঠানের জমি ফেরত পায়নি সাংবাদিক মাহমুদুল হাসান শাওনের পরিবার।

শুধু তাই নয়, রাজনৈতিক পট-পরিবর্তনের পর সাঙ্গপাঙ্গদের নিয়ে নানা অপকর্মে মেতে উঠেছিল ছাত্রদল নেতা ফরহাদ। উপজেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করেছিল সে। পাশাপাশি দেবহাটা সীমান্তে মাদক ও চোরাচালান সিন্ডিকেটে ছাত্রদল নেতা ফরহাদ গড়ে তুলেছিল শক্তিশালি নেটওয়ার্ক।

সম্প্রতি ছাত্রদল নেতা ফরহাদ ও যুবদল নেতা কামরুলের নেতৃত্বে রাতের আধারে কুলিয়ায় এক ব্যবসায়ীর গলদা রেণুর গাড়ি আটকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের গলদা চিংড়ির রেণু ও ডিম লুট করারও ঘটনা ঘটে।

দেবহাটা উপজেলা বিএনপি'র সদ্য গঠিত সার্চ কমিটির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানায়, সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী এক নেতা এবং কর্মীহীন উপজেলা বিএনপির কতিপয় খুচরা নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছিল ছাত্রদল নেতা ফরহাদ। তাদের শেল্টারে প্রশাসনের নাকের ডগায় সীমাহীন অপকর্ম করে গত ৯ মাসে বিপুল অর্থ-বৈভবের মালিক হয়ে যায় একসময়ে নুন আনতে পান্তা ফুরানো কাপড়ের দোকানের স্বল্প বেতনের কর্মচারি থেকে নেতা নেতা বনে যাওয়া ফরহাদ হোসেন।

সিনিয়র ও ত্যাগী নেতাদের সাথে বেয়াদবি ও চরিত্রহননে পটু থাকায় বেশিরভাগ সময়ে তাকে ‘বেয়াদব’ হিসেবে আখ্যায়িত করতেন উপজেলা বিএনপির নেতারা। দেবহাটা উপজেলা বিএনপির একাধিক দলীয় সভা-সমাবেশেও সিনিয়র নেতৃবৃন্দকে অপমান-লাঞ্ছিতের ঘটনা ঘটানোর কারনে তার ওপর নাখোশ ছিলেন উপজেলা ও জেলা বিএনপির শীর্ষ নেতারা।

এসব অভিযোগের সুনির্দিষ্ট অভিযোগে রোববার ছাত্রদল নেতা ফরহাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন দেবহাটা উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এমনকি কুলিয়া, পারুলিয়া, সখিপুরসহ বিভিন্নস্থানে মিষ্টি বিতরণও করেছেন ছাত্রদলের নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে