শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমি বাংলাদেশে ফিরব, ফিরতেই হবে: অঞ্জু ঘোষ

যাযাদি রিপোটর্
  ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৪
অঞ্জু ঘোষ

দেশে ফিরলেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। ফিরেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তার জমানো অনেক কথা ও অভিজ্ঞতা। প্রায় সাড়ে চারশ’ চলচ্চিত্রের নায়িকা অঞ্জু ঘোষ কেন ‘বেদের মেয়ে জোছনা’ নামেই খ্যাত? এমন প্রশ্ন ছুঁড়ে দিলেন বাংলাদেশে আমি বাংলাদেশে ফিরব, এসে। জানালেন, বিস্ময়কর তথ্য। এ ছবিটি নাকি শুরুর দিকে ছেড়েই দিয়েছিলেন তিনি। চলচ্চিত্রটির জন্য এখনো ভীষণ সাড়া পান তিনি। এমনকি যে পশ্চিমবঙ্গেও নতুন ও কোনো চলচ্চিত্রে পরিচালক বা শিল্পীকে প্রথমেই সত্যজিৎ-ঋত্বিকের দু’টি ছবির পাশাপাশি দেখানো হয় মতিউর রহমান পানু পরিচালিত ‘বেদের মেয়ে জোছনা’। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল এ চলচ্চিত্রের নায়িকাকে আজীবন সদস্য হিসেবে অন্তভুর্ক্ত করে সম্মানিত করল চলচ্চিত্র শিল্পী সমিতি। রোববার এফডিসিতে উপস্থিত হয়ে এ সম্মান গ্রহণ করেন ২২ বছর পর এফডিসিতে ফেরা এ নায়িকা। নিজের বক্তব্যে অঞ্জু ঘোষ বললেন, “আমাকে যে এতদিন পর মনে রেখেছেন আমার অবাক লাগছে। আজকে যে আমি মাতৃভ‚মিতে পাড়া দিতে পেরেছি কোনো উদ্দেশ্য নয়, কোনো ছবি করতে আসা বা শিল্পীরা কেমন আছে তা দেখতেও নয়, আমার কাছে একটা তীথের্ পাড়া দেয়ার মতো উপলব্ধি হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দুই বাংলাতেই দেখেছি সিরিয়াল দেখছে সবাই। সিরিয়াল বন্ধ হয়ে গেল কেনÑ এ নিয়ে কলকাতায় মানুষের আক্ষেপ। কিন্তু এই যে আপনভাবটা তা থেকে ছবির মানুষ কেন দূরে সরে গেল। কিছুই বুঝতে পারছি না। কি সুন্দর একটা ইন্ডাস্ট্রি ছিল, এটা কি করে হয়? কষ্ট লাগছে এই অবস্থা, ছবি হচ্ছে না।’ এফডিসির স্মৃতিচারণ করে বলেন, ‘এই এফডিসিই আমাদের ঘরবাড়ি ছিল, কাজ শেষে এখানেই ঘুমাতাম, ঘুম থেকে উঠে আবার শুটিং হতো।’ চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়ে অঞ্জু ঘোষ বলেন, ‘আমি বাংলাদেশে ফিরবো, ফিরতেই হবে। যে সব আনন্দের খবর শুনছি আর ইন্ডাস্ট্রির এমন অবস্থা, ফিরবো।’ তবে, কোনো অভিমানে নয়, দু’দিনের জন্য বাংলাদেশ ছেড়ে গিয়ে মায়ের অনুরোধে ও পারিবারিক কারণে সেখানেই থেকে যেতে হয়েছে। অঞ্জু বলেন, ‘কোন ক্ষোভ নেই, অভিমান নেই। আরে এটা তো আমার দেশ, এখান থেকে নিঃশ্বাস নিয়ে গেছি ওখানে ছাড়ছি। আমি বাঙাল, ওখানে আমাকে এটা শুনতে হয়।’ এ সময় অঞ্জু ঘোষের পাশে উপস্থিত ছিলেন ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্রে অঞ্জু ঘোষের নায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘দীঘর্ ২২ বছর পর আমার নায়িকার সঙ্গে মিলন ঘটানোর জন্য শিল্পী সমিতিকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা। শিল্পী সমিতির আজকের উদ্যোগে এক আশার সঞ্চার হয়েছে। আশা করছি, এভাবেই আমাদের শিল্পীদের আরও মূল্যায়িত করা হবে। আসলে ভাবতে খারাপ লাগে, কান্না পায় যে, চল্লিশটা বছর আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারতাম সে চল্লিশ বছরই চলচ্চিত্র থেকে দূরে থাকতে হলো। সব সময়ই বলি, আজও বলবো, এ চলচ্চিত্র বঁাচলেই আমরা বঁাচবো।” অনুষ্ঠানে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমদ শরীফ। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও রাজেশ ফিল্মের কণর্ধার ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষকে নিয়ে ‘জোছনা কেন বনবাসে’ শিরোনামের একটি চলচ্চিত্র নিমাের্ণর প্রস্তাব রাখেন। চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘আশা করবো অঞ্জু ঘোষ দেশে ফিরে আসবে। জোছনা কেন বনবাসে থাকবে। জোছনা ফিরে আসুক নিজের ঘরে, বাংলাদেশের মেয়ে বাংলাদেশেই থাকবে আমাদের এটা আশা।’ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদান অনস্বীকাযর্। আমরা তাকে তাই আজীবন সদস্য হিসেবে সম্মানিত করছি। আশা করছি ম্যাডামকে আমরা যখনই ডাকবো তিনি তখনই আসবেন। শিল্পী সমিতি শিল্পীর মযার্দা রক্ষায় এভাবেই কাজ করে যাবে।’ অনুষ্ঠানে নিমার্তা শহীদুল হক খানও অঞ্জু ঘোষকে নিয়ে নতুন চলচ্চিত্র নিমাের্ণর আগ্রহ ব্যক্ত করে বাতার্ পাঠান। অঞ্জু ঘোষ জানান, আবেগের বশে নয়, বাস্তবসম্মত সঠিক প্রস্তাব পেলে চলচ্চিত্রে অভিনয়ে তার আপত্তি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে