logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১২ জুলাই ২০২০, ০০:০০  

শনাক্তের ৭৮ শতাংশই উপসর্গহীন যুক্তরাজ্যে

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে বিশ্বে যত জন শনাক্ত হয়েছে, সংক্রমিতের সংখ্যা তার অনেক বেশি বলে অনেক গবেষকের দাবিকে ভিত্তি দিচ্ছে যুক্তরাজ্যের তথ্য। একটি জরিপের ওপর ভিত্তি করে শুক্রবার যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ বলেছে, যত জনের দেহে নতুন করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে, তার ৭৮ শতাংশেরই নমুনা পরীক্ষার সময় কোনো উপসর্গ ছিল না। সংবাদসূত্র : বিবিসি

যার অর্থ উপসর্গহীন এমন অনেক থাকতে পারে, যারা ভাইরাস সংক্রমিত হলেও অসুস্থ না হওয়ায় নমুনা পরীক্ষা না করে স্বাভাবিক জীবনযাপনে রয়েছে। আবার অ-শনাক্ত এই ব্যক্তিরা ভাইরাস বহনের ঝুঁকিও তৈরি করছে।

দেশটির 'অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস'র (ওএনএস) পরিসংখ্যানে বলা হয়েছে, শনাক্ত রোগীদের মধ্যে নমুনা পরীক্ষার সময় মাত্র ২২ শতাংশের রোগের লক্ষণ ছিল। নমুনা পরীক্ষার সময় ৭৮ শতাংশের কোনো উপসর্গ ছিল না।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে