সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ ট্রাম্পের

যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদসূত্র : রয়টার্স

ট্রাম্প এমন সময় ইউক্রেনের নেতাকে আমন্ত্রণের কথা জানালেন, যখন তার সঙ্গে এক ফোনালাপের জেরে এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের (ইম্পিচমেন্ট) তদন্ত শুরুর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই তদন্ত কীভাবে পরিচালিত হবে, এর বিস্তারিত বর্ণনা করা হয়েছে ডেমোক্রেটদের আনা প্রস্তাবে। প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৬ ভোটে প্রস্তাবটি অনুমোদন পায়। অবশ্য, এই ভোটাভুটির নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, আগামী বছরের নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্রেট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনোস্কিকে চাপ দিয়েছিলেন তিনি। এক 'হুইসলবেস্নায়ার'র মাধ্যমে এ তথ্য প্রকাশ হলে ট্রাম্পকে তার পদ থেকে সরাতে অভিশংসনের দাবি তোলে ডেমোক্রেট শিবির। তবে কোনো ভুল করার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে