শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ছাত্র মৃতু্যর ঘটনায় ফের উত্তাল হংকং

যাযাদি ডেস্ক
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০
ছাত্র মৃতু্যর ঘটনায় ফের উত্তাল হংকং

হংকংয়ে বিক্ষোভ চলাকালে ?পুলিশের ধাওয়ায় একটি পার্কিং লটের তৃতীয়তলা থেকে পড়ে যাওয়া এক ছাত্রের মৃতু্যর পর সেখানে সরকারবিরোধী বিক্ষোভ আরও জোরদার হয়েছে। শুক্রবার সকালে চাউ টিএসজেড-লক নামে ২২ বছরের ওই ছাত্রের মৃতু্য হয়। তিনি 'হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোজলি'র (ইউএসটি) শিক্ষার্থী ছিলেন। গত সোমবার তিনি পার্কিং লটের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সংবাদসূত্র : বিবিসি, এএফপি

চাউয়ের মৃতু্য হংকংজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ঢেউ আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিক্ষোভ দমনে পুলিশের শক্তি প্রয়োগ নিয়ে যে ক্ষোভের আগুন জ্বলছে তাতে আরও তেল পড়বে।

এদিকে, চীন আসন্ন স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তারে সহিংসতার পথ বেছে নেয়ায় 'ডাকাত' হিসেবে অভিহিত করে হংকংয়ের উগ্রবাদী বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করেছে। বেইজিংপন্থি এক আইনপ্রণেতা ছুরিকাঘাতে আহত হওয়ার পর এ সমালোচনা করা হয়।

আন্তর্জাতিক এ বাণিজ্যিক কেন্দ্র পাঁচ মাস ধরে ব্যাপক বিক্ষোভে প্রকম্পিত হচ্ছে এবং বৃহত্তর গণতান্ত্রিক মুক্তি এবং রাজনৈতিক জবাবদিহিতার দাবিতে ক্রমেই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে