logo
বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন লুলা

কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন লুলা
লুলা দ্য সিলভা
ব্রাজিলে সব ধরনের আপিল নিষ্পত্তির আগে অপরাধীকে কারাগারে পাঠানোর নিয়ম বাতিল হওয়ায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাসহ হাজারও বন্দির ছাড়া পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারক অপরাধীকে কারাগারে পাঠানোর বিধানে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ায়

এ সুযোগ সৃষ্টি হয়েছে।

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা লুলা দুর্নীতির মামলায় সাজা পেয়ে গত বছর থেকে কারাগারে আছেন। সাজাপ্রাপ্ত লুলা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও তারই জয়ের সম্ভাবনা বেশি ছিল বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। আদালতের আদেশে কারারুদ্ধ সোস্যালিস্টের প্রেসিডেন্টের প্রার্থিতা আটকে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে 'ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প' খ্যাত কট্টর ডানপন্থি জাইর বোলসোনেরো দেশটির শীর্ষ পদে আসীন হন। সংবাদসূত্র : বিবিসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে