শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

কার পতন ইংরেজদের কাম্য?
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
  ১২ জুলাই ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করা হলো

সিরাজউদ্দৌলা

সিকেন্দার আবু জাফর

\হ

২২. পলাতক নবাব মীর কাসেমের সৈন্যদের হাতে কোথায় বন্দি হয়েছিলেন?

ক. রাজদরবারে

খ. ভগবানগোলায়

গ. মুর্শিদাবাদে

ঘ. কলকাতায়

সঠিক উত্তর : খ. ভগবানগোলায়

২৩. বন্দি নবাবকে কোথাকার কয়েদখানায় নিয়ে আসা হয়?

ক. মুজাফফরনগরের

খ. মুর্শিদাবাদের

গ. ব্যারাকপুরের

ঘ. জাফরাগঞ্জের

সঠিক উত্তর : ঘ. জাফরাগঞ্জের

২৪. মিরণ নবাবকে হত্যা করার জন্য কাকে নিয়োগ করে?

ক. মীরজাফরকে

খ. মোহাম্মদি বেগকে

গ. উমিচাঁদকে

ঘ. প্রহরীকে

সঠিক উত্তর : খ. মোহাম্মদি বেগকে

২৫. 'তাম্রকূট' শব্দটির অর্থ কী?

ক. তামাক

খ. তামা

গ তাম্রলিপি

ঘ. মাটি

সঠিক উত্তর : ক. তামাক

২৬. সাহিত্য রচনার একটি বিশেষ রূপ শ্রেণি কী?

ক. তামাক

খ. তামা

গ. তাম্রলিপি

ঘ. মাটি

সঠিক উত্তর : ক. তামাক

২৭. ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক. ল্যাটিন

খ. ফরাসি

গ. গ্রিক

ঘ. তুর্কি

সঠিক উত্তর : গ. গ্রিক

২৮. নাটকে কয়টি বিষয়ের প্রাধান্য দেয়া হয়?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

সঠিক উত্তর : খ. ৪টি

২৯. মুখ্যত নাটককে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. পাঁচ

খ. চার

গ. ছয়

ঘ. আট

সঠিক উত্তর : ক. পাঁচ

৩০. করুণ রস পরিবেশন কোন নাটকের ধর্ম?

ক. ট্র্যাজেডি

খ. কমেডি

গ. মেলোডি

ঘ. প্রহসন

সঠিক উত্তর : ক. ট্র্যাজেডি

৩১. শেক্সপিয়রের 'হ্যামলেট' কোন ধরনের নাটক?

ক. কমেডি

খ. ট্র্যাজেডি

গ. মেলোডি

ঘ. প্রহসন

সঠিক উত্তর : খ. ট্র্যাজেডি

৩২. প্রথম সার্থক বাংলা নাটক কোনটি?

ক. রত্মাবলি

খ. শর্মিষ্ঠা

গ কুলীনকুলসর্বস্ব

ঘ. অভিজ্ঞান শকুন্তলা

সঠিক উত্তর : খ. শর্মিষ্ঠা

৩৩. কৃষ্ণকুমারী নাটকের নাট্যকার কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. দীনবন্ধু মিত্র

ঘ. মুনীর চৌধুরী

সঠিক উত্তর : ক. মাইকেল মধুসূদন দত্ত

৩৪. রামনারায়ণ তর্করত্নের নাটক কোনটি?

ক. কুলীনকুলসর্বস্ব

খ. বুড়ো শালিকের ঘাড়ে রো

গ. রক্তাক্ত প্রান্তর

ঘ. জমিদার দর্পণ

সঠিক উত্তর : ক. কুলীনকুলসর্বস্ব

৩৫. নুরুল মোমেনের নাটক কোনটি?

ক. মিডককল

খ. মেনেসিস

গ. যৈবতী কন্যার মন

ঘ. মাটির ময়না

সঠিক উত্তর : খ. মেনেসিস

৩৬. বহিপীর নাটকের নাট্যকার কে?

ক. মুনীর চৌধুরী

খ. সেলিম আল-দীন

গ. সৈয়দ শামসুল হক

ঘ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

সঠিক উত্তর : ঘ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

৩৭. নবাব কোথায় ফিরে গিয়ে বন্দিদের বিচার করবেন?

ক. কাশিমবাজার

খ. পাটনায়

গ সুরাটে

ঘ. মুর্শিদাবাদে

সঠিক উত্তর : ঘ. মুর্শিদাবাদে

৩৮. কিলপ্যাথিক কোথা থেকে ফিরে এসেছেন?

ক. নদীয়া

খ. মাদ্রাজ

গ. ফরাসি

ঘ. ইংল্যান্ড

সঠিক উত্তর : খ. মাদ্রাজ

৩৯. কার পতন ইংরেজদের কাম্য?

ক. মীরজাফর

খ. মিরন

গ. সিরাজউদ্দৌলার

ঘ. জগৎশেঠের

সঠিক উত্তর : গ. সিরাজউদ্দৌলার

৪০. নবাবের হুকুমে কাদের কাছে প্রকাশ্যে জিনিস বেচা নিষেধ?

ক. ইংরেজদের

খ. তুর্কিদের

গ. ডাচদের

ঘ. পর্তুগিজদের

সঠিক উত্তর : ক. ইংরেজদের

৪১. ইংরেজরা কতগুণ দাম দিয়ে পত্তদাপতি কেনে?

ক. চারগুণ

খ. তিনগুণ

গ. দুইগুণ

ঘ. ছয়গুণ

সঠিক উত্তর : ক. চারগুণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে