শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

অনলাইনে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৩ জুলাই ২০২০, ০০:০০
অনলাইনে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
অনলাইনে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সামার ট্রাইমেস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ৯ জুলাই ভার্চুয়াল পস্নাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও পাবলিক রিলেশন্স অফিসার আহমেদ তাহসিন শামসের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড সংকর রোজারিও, সিএসসি, ডেপুটি এক্সাম কন্ট্রোলার ড. ব্রাদার লিও জে পেরেরা, সিএসসি, শিক্ষার্থীবিষয়ক পরিচালক সিস্টার সাগরিকা মারিয়া গমেজ, সিএসসি, ব্যবসায় প্রশাসন, ইংরেজি, অর্থনীতি, আইন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রধান ও নবীন শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সব প্রশাসনিক, একাডেমিক ও নন একাডেমিক স্টাফদের পরিচয়, ভিসি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কনডাক্ট, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী সিরিল ব্যাপ্টিস্ট নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা, নবীন শিক্ষার্থী তার অনুভূতি, শিক্ষার্থীবিষয়ক পরিচালক, ক্লাবের কার্যক্রম এবং ডেপুটি এক্সাম কন্ট্রোলার ধন্যবাদ বক্তব্য প্রদান করেন। উলেস্নখ্য, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১৩ খ্রিষ্টাব্দের ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদন লাভ করে ২০১৪ সালে। গত বছরের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে