শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চবিতে ৩৫ দিনের ছুটি ঘোষণা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ০৯ মে ২০১৯, ০০:০০

বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান, শব-ই-কদর, পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১২ মে (রোববার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে শুক্রবার ও শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় খুলবে ৩৫ দিন পর ১৬ জুন (রোববার)। ক্লাস বন্ধ থাকলে প্রশাসনিক কার্যক্রম আরও কিছুদিন চলবে। তবে রমজানে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চলবে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। এ ছাড়া শাটল ট্রেন বন্ধের শিডিউলে (শুক্রবার ও শনিবার) চলবে। প্রসঙ্গত, নির্ধারিত বন্ধ শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস বন্ধ হচ্ছে দুই দিন আগেই। আবার একইভাবে ১৪ ও ১৫ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হবে ১৬ জুন (রবিবার)। সে হিসাবে সর্বমোট ৩৫ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<48594 and publish = 1 order by id desc limit 3' at line 1