logo
শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৬

  তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়   ১৬ মে ২০১৯, ০০:০০  

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)

৭ম শ্রেণির পড়াশোনা (বাংলা দ্বিতীয় পত্র)
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বাক্য

৭। গঠনের বৈচিত্র্যের দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

সঠিক উত্তর: ক. তিন

৮। কোনটি জটিল বা মিশ্র বাক্য?

ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে

খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়

গ. সে কাল আসবে এবং আমি যাব

ঘ. তার টাকা আছে, কিন্তু তিনি দান করেন না

সঠিক উত্তর: ক. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে

৯। কোনটি যৌগিক বাক্য?

ক. জগতে এমন কিছু নেই, যা অসম্ভব

খ. তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন

গ. যে ভিক্ষা করতে এসেছে, তাকে দান কর

ঘ. যে ভিক্ষা চায়, তাকে দান কর

সঠিক উত্তর: খ. তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন

১০। কোনটি মিশ্র বাক্য?

ক. যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন

খ. খোকা নিয়মিত পড়াশোনা করে, তাই সে পুরস্কার পায়

গ. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি

ঘ. মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে

সঠিক উত্তর: ক. যিনি সৎ পথে চলেন, তিনি সুখী হন

১১। কোন বাক্যে যিনি-তিনি, যা-তা, যে-সেই ইত্যাদি সর্বনাম থাকে?

ক. জটিল বাক্যে

খ. সরল বাক্যে

গ. যৌগিক বাক্যে

ঘ. মিশ্র বাক্যে

সঠিক উত্তর: ঘ. মিশ্র বাক্যে

১২। নিচের কোন বাক্যটি জটিল বাক্য?

ক. ধনীরা প্রায় কৃপণ হয়

খ. কৃপণেরাই ধনী হয়

গ. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়

ঘ. তিনি ধনী ও কৃপণ

সঠিক উত্তর: গ. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়

১৩। একটি সার্থক বাক্যের গুণ কী কী?

ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা

খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিমতো

গ. আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা

ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা

সঠিক উত্তর: ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা

১৪। জটিল বাক্যের অপর নাম কী?

ক. যৌগিক খ. মিশ্র

গ. সরল ঘ. বিধেয়

সঠিক উত্তর: খ. মিশ্র

১৫। তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন- এটি কোন ধরনের বাক্য?

ক. সরল

খ. কঠিন

গ. যৌগিক

ঘ. মিশ্র

সঠিক উত্তর: গ. যৌগিক

বিরামচিহ্ন

১। বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

খ. বাক্য সংকোচনের জন্য

গ. বাক্যের সৌন্দর্যের জন্য

ঘ. বাক্য অলঙ্কৃত করার জন্য

সঠিক উত্তর: ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

২। কোন বিরামচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?

ক. কমা

খ. সেমিকোলন

গ. দাঁড়ি

ঘ. উদ্ধরণ চিহ্ন

সঠিক উত্তর: গ. দাঁড়ি

৩। বিস্ময়সূচক চিহ্নের বিরতিকাল কত?

ক. ১/২ সেকেন্ড

খ. ২ সেকেন্ড

গ. ১ সেকেন্ড

ঘ. দেড় সেকেন্ড

সঠিক উত্তর: গ. ১ সেকেন্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে