মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জামায়াত

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১১:০৮
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জামায়াত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পহেলা জুলাইয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পহেলা জুলাইয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মো: এনামুল হকের নেতৃত্বে জেলা এবং উপজেলা নেতাকর্মীরা শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে মা-বাবার খোঁজ খবর নেন। এ সময় পরিবারের সাথে মতবিনিময় করেন।

এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘শহীদ আবু সাঈদ জুলাই বিপ্লবের অন্যতম পথিকৃৎ। পুলিশের সামনে বুক চিতিয়ে গুলি বরণ করার মাধ্যমে জুলাই বিপ্লব ভিন্নমাত্রা পেয়েছিল।’

তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে শহীদ আবু সাঈদ হত্যার বিচারসহ অন্য শহীদদের হত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।’

এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমি দ্রুততম সময়ের মধ্যে আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে কীভাবে হত্যা করা হয়েছে তা দেশ এবং বিদেশের সবাই জানে।

আমার ছেলে হত্যার সাথে জড়িত পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং ওই সময়ের ভিসি, ছাত্র উপদেষ্টাসহ যেসব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী জড়িত ছিলেন তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে