logo
শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১৫ আগস্ট ২০১৯, ০০:০০  

জানার আছে অ নে ক কি ছু

জানার আছে অ নে ক কি ছু
পদ্মা নদী
প্রশ্ন: ৭ জানুয়ারি ২০১৫ মালামাল আমদানি-রপ্তানির উদ্দেশ্যে কোন স্থানকে স্থল শুল্ক স্টেশন ঘোষণা করা হয়?

উত্তর: পানগাঁও, ঢাকা

প্রশ্ন: ভারতের কতটি 'ছিটমহল' বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?

উত্তর: ১১১টি

প্রশ্ন: দেশের ভাসমান এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হচ্ছে?

উত্তর: মহেশখালী, কক্সবাজার

প্রশ্ন: দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

উত্তর: লালমনিরহাট

প্রশ্ন: কোন নদীর অপর নাম কীর্তিনাশা?

উত্তর: পদ্মা

প্রশ্ন: 'দুবলার চর' কোথায় অবস্থিত?

উত্তর: সুন্দরবনের দক্ষিণ উপকূলে

প্রশ্ন: বাঙ্গালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?

উত্তর: বগুড়া

প্রশ্ন: বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?

উত্তর: করতোয়া

প্রশ্ন: নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?

উত্তর: মালভূমি

প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায়?

উত্তর: কুয়াকাটা

প্রশ্ন: বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত?

উত্তর: কক্সবাজার

প্রশ্ন: সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?

উত্তর: বঙ্গোপসাগরে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে