logo
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩ ফাল্গুন ১৪২৬

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়   ২৪ আগস্ট ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)
১ কুইন্টাল চাল ৩৮৭৫ টাকা হলে, ১ কেজির দাম কত?
আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো

একাদশ অধ্যায়

১৪। ২ হেক্টর = কত বর্গমিটার?

উত্তর : ১০,০০০ বর্গমিটার

১৫। ১ মিটার = কত ইঞ্চি?

উত্তর : ৩৯.৩৭ ইঞ্চি

১৬। ১ কুইন্টাল চালের দাম ৩৮৭৫.০০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত?

উত্তর : ৩৮.৭৫ টাকা

১৭। ৯৮৭৬ কেজিতে কত মেট্রিক টন?

উত্তর : ৯.৮৭৬ মেট্রিক টন

১৮। ১ ঘনমিটার = কত লিটার?

উত্তর : ১০০০ লিটার

১৯। একটি পাত্রে ৪০ লিটার তেল ধরে। ১৬০০ লিটার তেল রাখার জন্য কয়টি পাত্রের প্রয়োজন?

উত্তর : ৪০টি

২০। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

উত্তর : ১০০ বর্গমিটার

২১। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ১ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

উত্তর : ১ বর্গসে.মি.

২২। একটি ত্রিভুজের ভূমি ৮ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি.। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

উত্তর : ২৪ বর্গ সে.মি.

২৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

উত্তর : ২০০ বর্গমিটার

২৪। ১ লিটার = কত ঘন সে.মি.?

উত্তর : ১০০০ ঘন সে.মি.

২৫। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার এবং প্রস্থ ১০ মিটার হলে, এর দৈর্ঘ্য কত?

উত্তর : ১৫ মিটার

২৬। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং দৈর্ঘ্য ৮ মিটার হলে, এর প্রস্থ কত?

উত্তর : ৫ মিটার

২৭। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২৪ বর্গমিটার এবং ভূমি ৮ সে.মি. হলে, এর উচ্চতা কত সে.মি.?

উত্তর : ৬ সে.মি.?

২৮। একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার এবং উচ্চতা ৮ মিটার হলে, এর ভূমি কত সে.মি.?

উত্তর : ১২ মিটার

২৯। ১ কুইন্টাল চালের দাম ৪২০০ টাকা হলে, ১ কেজি চালের দাম কত?

উত্তর : ৪২ টাকা

৩০। ১ সেন্টিগ্রাম = কত গ্রাম?

উত্তর : ০.০১ গ্রাম

৩১। ১০০০ ঘন সে.মি. = কত মিলিমিটার?

উত্তর : ১০০০ মিলিমিটার

৩২। ৫ কিলোমিটার = কত সে.মি.?

উত্তর : ৫,০০,০০০ সে.মি.?

৩৩। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ০.১ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

উত্তর : ০.০১ বর্গ সে.মি.

৩৪। ১ এয়র = কত বর্গমিটার?

উত্তর : ১০০ বর্গমিটার

৩৫। একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সে.মি. হলে, অনুরূপ ২টি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত?

উত্তর : ৩ মিটার

৩৬। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কী হবে?

উত্তর : ১৫ কুইন্টাল

দ্বাদশ অধ্যায়

১। ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?

উত্তর : রাত ১২টার পর থেকে

২। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?

উত্তর : সূর্যোদয় থেকে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে