রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান

প্রিয় শিক্ষার্থী, চলছে তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।
মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
  ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান

৪৩. 'মান্দারিন' কোন দেশের প্রধান ভাষা?

ক. মালয়েশিয়া

খ. মঙ্গোলিয়া

গ. থাইল্যান্ড

ঘ. চীন

সঠিক উত্তর : ঘ. চীন

৪৪. 'দ্য মেডেল অব ফ্রিডম' পদক প্রদান করা হয় কোন ক্ষেত্রে অবদানের জন্য?

ক. শান্তি প্রতিষ্ঠায়

খ. মানবতায়

গ. মুক্ত চিন্তায়

ঘ. সাহিত্যে

সঠিক উত্তর : খ. মানবতায়

৪৫. মুসলিম দেশ নয়, কিন্তু পতাকায় চাঁদ-তারা আছে কোন দেশের?

ক. থাইল্যান্ড

খ. হংকং

গ. সিঙ্গাপুর

ঘ. মিয়ানমার

সঠিক উত্তর : গ. সিঙ্গাপুর

৪৬. ডেনমার্কের আইনসভার নাম কী?

ক. স্টরটিং

খ. ফোকেটিং

গ. সিনেট

ঘ. নেসেট

সঠিক উত্তর : খ. ফোকেটিং

৪৭. 'বেলফোর' ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?

ক. পাকিস্তান

খ. কসোভো

গ. ইসরায়েল

ঘ. কিউবা

সঠিক উত্তর : গ. ইসরায়েল

৪৮. 'ডগউ'-এর পূর্ণ রূপ কী?

ক. ওয়াটার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট

খ. ওয়ার অব মাস ডেস্ট্রাকশন

গ. উইপন্স অব ম্যাস ডেস্ট্রাকশন

ঘ. ওয়ার্ল্ড মাস ডেভেলপমেন্ট

সঠিক উত্তর : গ. উইপন্স অব ম্যাস ডেস্ট্রাকশন

৪৯. দক্ষিণ সুদানের রাজধানীর নাম কী?

ক. জুবা

খ. মালাকান

গ. টরিট

ঘ. ওয়ারাপ

সঠিক উত্তর : ক. জুবা

৫০. পৃথিবীর সর্বাধিক রপ্তানিকারক দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র

খ. জাপান

গ. চীন

ঘ. জার্মানি

সঠিক উত্তর : গ. চীন

৫১. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

ক. বার্লিন

খ. প্যারিস

গ. ফ্রাঙ্কফুর্ট

ঘ. জেনেভা

সঠিক উত্তর : গ. ফ্রাঙ্কফুর্ট

৫২. 'স্যান্ডহার্স্ট' হচ্ছে একটি -

ক. নৌ একাডেমি

খ. সামরিক একাডেমি

গ. বিমান একাডেমি

ঘ. মেরিন একাডেমি

সঠিক উত্তর : খ. সামরিক একাডেমি

৫৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন কে?

ক. নবাব আব্দুল গণি

খ. নবাব খাজা রফিকুলস্নাহ

গ. নবাব সলিমুলস্নাহ

ঘ. আহসান উলস্নাহ

সঠিক উত্তর : গ. নবাব সলিমুলস্নাহ

৫৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে 'বঙ্গবন্ধু চেয়ার' স্থাপন করা হয়?

ক. ইতিহাস

খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. বাংলা

ঘ. আইন

সঠিক উত্তর : ক. ইতিহাস

৫৫. বাংলাদেশে সর্বপ্রথম কত সালে 'জাতীয় অধ্যাপক' নিয়োগ করা হয়?

ক. ১৯৭২ সালে

খ. ১৯৭৩ সালে

গ. ১৯৭৪ সালে

ঘ. ১৯৭৫ সালে

সঠিক উত্তর : ঘ. ১৯৭৫ সালে

৫৬. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ?

ক. ১ জুন

খ. ১ ডিসেম্বর

গ. ১ জুলাই

ঘ. ১ মে

সঠিক উত্তর : গ. ১ জুলাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে