logo
রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৬

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়   ২০ নভেম্বর ২০১৯, ০০:০০  

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (জীববিজ্ঞান)

এসএসসি পরীক্ষার প্রস্তুতি (জীববিজ্ঞান)
কোষঝিলস্নী
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায় - ২

১। প্রতিটি জীবদেহ কী দিয়ে গঠিত?

উত্তর : কোষ

২। কোষ কে আবিষ্কার করেন?

উত্তর : রবার্ট হুক

৩। জীবদেহের ভৌত ভিত্তি কী?

উত্তর : প্রোটোপস্নাজম

৪। রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?

উত্তর : ১৬৬৫ সালে

৫। রোয়ী ও সিকেভিজ কত সালে কোষকে সংজ্ঞায়িত করেছেন?

উত্তর : ১৯৬৯ সালে

৬। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা জননকোষের কত গুণ?

উত্তর : দ্বিগুণ

৭। পস্নাস্টিড কয় প্রকার?

উত্তর : ৩ প্রকার

৮। পস্নাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?

উত্তর : গ্রানা

৯। কোষঝিলস্নী কী দ্বারা গঠিত?

উত্তর : লিপিড ও প্রোটিন

১০। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?

উত্তর : লিপিড ও প্রোটিন

১১। মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেন?

উত্তর : বেনডা

১২। কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কৃত হয়?

উত্তর : ১৮৯৮ সালে

১৩। সাইটোপস্নাজমের বাইরের দিকের শক্ত আবরণকে কী বলে?

উত্তর : এক্টোপস্নাজম

১৪। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলে?

উত্তর : ক্রিস্টি

১৫। শ্বসনের প্রধান ধাপ কয়টি?

উত্তর : ২টি

১৬। শ্বসনের ক্রেব্‌স চক্র কোষের কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়?

উত্তর : মাইটোকন্ড্রিয়া

১৭। ক্যারোটিনয়েড নামক রঞ্জক থাকে কোন পস্নাস্টিডে?

উত্তর : ক্লোরোপস্নাস্ট

১৮। কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে?

উত্তর : মাইটোকন্ড্রিয়াকে

১৯। আমিষ সংশ্লেষণে সাহায্য করে কোষের কোন অঙ্গাণু?

উত্তর : রাইবোজোম

২০। নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো যে বস্তু বা রস থাকে তাকে কী বলে?

উত্তর : নিউক্লিওপস্নাজম

২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?

উত্তর : রাইবোজোমে

২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?

উত্তর : অস্থিকোষ

২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে?

উত্তর : ৩ ধরনের

২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায়

সাহায্য করে কোন কোষ?

উত্তর : পেশিকোষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে