বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ঢাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০
ঢাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন
ঢাবিতে আন্তর্জাতিক গণিত সম্মেলন

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৬ ডিসেম্বর তিন দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় 'গণিত: চ্যালেঞ্জ ও বাস্তবতা'। বাংলাদেশ, ভারত, নেপাল, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, ফিলিপাইন এবং আয়ারল্যান্ডের শিক্ষক ও গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোবারক হোসেনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে