logo
শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক   ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

জানার আছে অ নে ক কি ছু

জানার আছে অ নে ক কি ছু
তিতাস গ্যাসক্ষেত্র
প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

উত্তর : তিতাস গ্যাসক্ষেত্র

প্রশ্ন : তিতাস গ্যাসের মুখ্য উপাদান কী?

উত্তর : মিথেন

প্রশ্ন : বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

উত্তর : ১৯৫৭

প্রশ্ন : বাংলাদেশের প্রথম গ্যাস কোথায় পাওয়া যায়?

উত্তর : হরিপুর

প্রশ্ন : সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাসক্ষেত্র আছে?

উত্তর : দুটি

প্রশ্ন : বাংলাদেশের প্রধান খনিজসম্পদ কী?

উত্তর : প্রাকৃতিক গ্যাস

প্রশ্ন : বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : শ্রীমঙ্গলে

প্রশ্ন : বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর : ঈশ্বরদী

প্রশ্ন : সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়?

উত্তর : উর্বরতা বৃদ্ধি পায়

প্রশ্ন : কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়?

উত্তর : মাটির অম্স্নতা হ্রাসের জন্য

প্রশ্ন : অম্স্ন মাটি কেমন?

উত্তর : অনুর্বর

প্রশ্ন : ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম?

উত্তর : দোঁ-আশ মাটি

প্রশ্ন : কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি কাদা থাকে?

উত্তর : এঁটেল মাটি

প্রশ্ন : কোন মাটির পানি ধারণক্ষমতা বেশি?

উত্তর : এঁটেল মাটি

প্রশ্ন : প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কত ভাগে ভাগ করা যায়?

উত্তর : ৫ ভাগে

প্রশ্ন : গ্যাসসম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি বস্নকে বিভক্ত করা হয়েছে?

উত্তর : ২৩টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে