শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

৮ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
৮ম শ্রেণির পড়াশোনা
জমি চাষ

সুধীরবরণ মাঝি, শিক্ষক

হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়

তৃতীয় অধ্যায়

৬৭। কোনটিতে প্রতিনিয়ত সংযোজন বিয়োজন ঘটে?

(ক) প্রথায় (খ) লোকরীতিতে

(গ) সভ্যতায় (ঘ) জীবনধারায়

সঠিক উত্তর : (ঘ) জীবনধারায়

৬৮। সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছে-

(র) বিশ্বায়নের ফলে

(রর) সাংস্কৃতিক আত্তীকরণের ফলে

(ররর) প্রযুক্তির উন্নতির কারণে

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৬৯। অবস্তুগত সংস্কৃতির তুলনায় বস্তুগত সংস্কৃতি কীভাবে পরিবর্তন হয়?

(ক) গতিহীন ভাবে (খ) ধীরগতিতে

(গ) দ্রম্নতগতিতে (ঘ) সমান্তরাল গতিতে

সঠিক উত্তর : (গ) দ্রম্নতগতিতে

৭০। সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়-

(র) সাংস্কৃতিক পরিবর্তন

(রর) সাংস্কৃতিক উন্নয়ন

(ররর) ধর্মীয় পরিবর্তন

নিচের কোনটি সঠিক

(ক) রও রর (খ) ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৭১। আগে বাংলাদেশের মানুষ বিনোদন চাহিদা পূরণ করতো-

(র) যাত্রাপালার মাধ্যমে

(রর) সার্কাসের মাধ্যমে

(ররর) পালাগানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

৭২। কোনটি সাংস্কৃতিক আদর্শের উদাহরণ?

(ক) মূল্যবোধ

(খ) যোগাযোগ রক্ষা

(গ) ধর্মবিশ্বাস

(ঘ) ভাষা

সঠিক উত্তর : (গ) ধর্মবিশ্বাস

৭৩। প্রযুক্তিগত পরিবর্তন আমাদের সংস্কৃতিতে কীরূপ পরিবর্তন ঘটাচ্ছে?

(ক) ইতিবাচক

(খ) নীতিবাচক

(গ) নিম্নমুখী

(ঘ) মধ্যমুখী

সঠিক উত্তর : (ক) ইতিবাচক

৭৪। বর্তমানে বাংলাদেশের মানুষ বিনোদন চাহিদা পূরণ করে-

(র) যাত্রাপালা

(রর) মিডিয়া

(ররর) ফেসবুক

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

৭৫। সাংস্কৃতিক পরিবর্তন ত্বরান্বিত করার জন্য কোনটি জরুরি?

(ক) সামাজিক পরিবর্তন

(খ) অর্থনৈতিক প্রবৃদ্ধি

(গ) মাথাপিছু আয়বৃদ্ধি

(ঘ) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন

সঠিক উত্তর : (ঘ) বিজ্ঞান ও প্রযুক্তি

৭৭। কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ?

(ক) সালামের পরিবর্তে সালাম দেয়া

(খ) লাঙলের পরিবর্তে ট্রাক্টর চালানো

(গ) খাদ্যাভ্যাস পাল্টানো

(ঘ) জীবনের পরিবর্তন

সঠিক উত্তর : (খ) লাঙলের পরিবর্তে ট্রাক্টর চালানো

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে