শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)
কায়রো মিউজিয়াম

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

জাদুঘরে কেন যাব

আনিসুজ্জামান

৩৯. কোন জাদুঘর এখন খুবই প্রচলিত?

ক. লু্যভর মিউজিয়াম

খ. উন্মুক্ত মিউজিয়াম

গ. হার্মিতিয়ে মিউজিয়াম

ঘ. ব্রিটিশ মিউজিয়াম

সঠিক উত্তর : খ. উন্মুক্ত মিউজিয়াম

৪০. জাতীয় জাদুঘর কিসের পরিচয় বহন করে?

ক. আত্মপরিচয়

খ. জাতিসত্তার

গ. প্রাচীন নিদর্শন

ঘ. জাতির ঐতিহ্য

সঠিক উত্তর : খ. জাতিসত্তার

৪১. জাদুঘরে 'ঘর' শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক. বাংলা

খ. ইংরেজি

গ. হিন্দি

ঘ. উর্দু

সঠিক উত্তর : ক. বাংলা

৪২. স্মারক পুস্তিকা 'ঐতিহ্যায়ন' কত খ্রিষ্টাব্দে প্রকাশিত?

ক. ২০০২

খ. ২০০৪

গ. ২০০৬

ঘ. ২০০৩

সঠিক উত্তর : ঘ. ২০০৩

৪৩. রুশ বিপস্নবে নেতৃত্ব দেন কে?

ক. অ্যাশমোল

খ. ট্রাডেসান্ট

গ. ভ. ই. লেলিন

ঘ. স্যার রবার্ট কটন

সঠিক উত্তর : গ. ভ. ই. লেলিন

৪৪. 'হার্মিটেজ' শব্দের অর্থ কী?

ক. মসজিদ

খ. মন্দির

গ. মঠ

ঘ. গির্জা

সঠিক উত্তর : গ. মঠ

৪৫. আনিসুজ্জামান 'আলাওল সাহিত্য' পুরস্কার কেন পান?

ক. গবেষণাধর্মী বই লিখে

খ. সাহিত্যে খ্যাতি অর্জন করে

গ. গবেষণার কৃতিত্বের জন্য

ঘ. সহজ-সাবলীল ভাষা ব্যবহারের জন্য

সঠিক উত্তর : গ. গবেষণার কৃতিত্বের জন্য

৪৬. মিসরীয় জাদুঘর বলতে কী বোঝায়?

ক. কায়রো মিউজিয়াম

খ. গ্রেকো মিউজিয়াম

গ. রোমান মিউজিয়াম

ঘ. অ্যাশমোলিয়ম মিউজিয়াম

সঠিক উত্তর : ক. কায়রো মিউজিয়াম

৪৭. নৃতত্ত্ব বলতে কি বোঝায়?

ক. মানবজাতির উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞান

খ. উদ্ভিদের উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞান

গ. প্রাণীর সমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান

ঘ. বৃক্ষের ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান

সঠিক উত্তর : ক. মানবজাতির উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞান

লোক-লোকান্তর

আল মাহমুদ

১. 'লোক-লোকান্তর' কবিতায় কবির চেতনারূপ পাখি কিসের ডালে বসে আছে?

ক. কদমের

খ. চন্দনের

গ. শালের

ঘ. তমালের

সঠিক উত্তর : খ. চন্দনের

২. 'লোক লোকান্তর' কবিতায় কবি পাখিটির দিকে তাকাতে পারেন না কেন?

ক. উজ্জ্বল রং বলে

খ. চোখ-ধাঁধানো সৌন্দর্যের জন্য

গ. সব বাঁধন ছিন্ন করে সৃষ্টির জগতে চলে যাওয়ার জন্য

ঘ. রঙের বাহারের জন্য

সঠিক উত্তর : গ. সব বাঁধন ছিন্ন করে সৃষ্টির জগতে চলে যাওয়ার জন্য

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।

আজকে আমার রুদ্ধ প্রাণের পলস্নলে

বান ডাকে ঐ জাগল জোয়ার দুয়ার ভাঙা কলেস্নালে।

৩. উদ্দীপকে 'লোক-লোকান্তর' কবিতার যে ভাবের অনুরণন ঘটেছে তা হলো-

র. কবি-হৃদয়ের উন্মত্ততা

রর. সৃষ্টির উন্মাদনা

ররর. প্রকৃতির জাগরণ

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৪. উলিস্নখিত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে?

ক. আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি

খ. যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল

গ. তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়

ঘ. সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়।

সঠিক উত্তর : ঘ. সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়।

৫. লোকালয় বলতে কী বোঝায়?

ক. উদ্যান

খ. জনপদ

গ. বসতি আছে এমন

ঘ. মানুষ নেই যেখানে

সঠিক উত্তর : গ. বসতি আছে এমন

৬. সনেটের অংশ কয়টি?

ক. ৪টি খ. ৩টি

গ. ৮টি ঘ. ২টি

সঠিক উত্তর : ঘ. ২টি

৭. কবি আল মাহমুদ তার চেতনাকে কী রঙের পাখির সঙ্গে তুলনা করেছেন?

ক. লাল খ. সাদা

গ. কালো ঘ. হলুদ

সঠিক উত্তর : খ. সাদা

৮. 'লোক-লোকান্তর' কবিতায় কবির কিসের মণি উজ্জ্বল হয়েছিল?

ক. মনের খ. চোখের

গ. চেতনার ঘ. ভাবনার

সঠিক উত্তর : গ. চেতনার

৯. 'লোক-লোকান্তর' কবিতায় পরাগে কবির কী মাখামাখি হয়েছিল?

ক. বন্যলতা

খ. সুপারির রং

গ. সুগন্ধি

ঘ. চন্দন

সঠিক উত্তর : গ. সুগন্ধি

১০. বনচারী বলতে কী বোঝ?

ক. বনবাস

খ. বনপ্রীতি

গ. বনবাসী

ঘ. প্রকৃতিপ্রীতি

সঠিক উত্তর : গ. বনবাসী

১১. কবি আল মাহমুদ চেতনার মণি বলতে কী বুঝিয়েছেন?

ক. জ্ঞানশক্তি

খ. চৈতন্য

গ. চিন্তার উৎস

ঘ. অনুভব শক্তি

সঠিক উত্তর : ক. জ্ঞানশক্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে