logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৩ জুলাই ২০২০, ০০:০০  

মার্গট রোবি এবার 'জলদসু্য'

মার্গট রোবি এবার 'জলদসু্য'
মার্গট রোবি
হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ 'পাইরেটস অব দি ক্যারিবিয়ান'-এর নতুন সিজনে যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রোবি। এতে রোবিকে জলদসু্যদের নেতা হিসেবে দেখা যাবে বলে জানিয়েছে হলিউড রিপোর্ট। হলিউডের ব্যবসাসফল এ ছবিটিতে এবার পরিবর্তন আনা হচ্ছে। দীর্ঘদিনের রীতি অনুসারে জলদসু্যদের নেতা জনি ডেপ এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে নতুন করে সাজানো হচ্ছে এ গল্প ও আবহ। জানা গেছে, এবারের সিরিজটি হবে নারীকেন্দ্রিক। ফলে ছবিটিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো কিংবা পরিচিত কেউ থাকবে না। পুরোপুরি আলাদা গল্প ও নতুন কিছু চরিত্র নিয়ে সাজানো হবে এটি। গত ফেব্রম্নয়ারিতে মুক্তিপ্রাপ্ত মার্গট রোবির 'বার্ডস অব প্রে' ছবির ব্রিটিশ চিত্রনাট্যকার ক্রিস্টিনা হডসন নতুন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' লেখার দায়িত্ব পেয়েছেন। প্রযোজনা করবেন যথারীতি জেরি ব্রাকহেইমার। জেরি ব্রাকহেইমার সম্প্রতি এই সিরিজের নতুন কিস্তি নির্মাণের ঘোষণা দেন। এর গল্প লিখছেন টেড ইলিয়ট ও এইচবিও চ্যানেলের 'চেরনোবিল' সিরিজের স্রষ্টা ক্রেগ মাজিন। ডিজনিল্যান্ড থিম পার্কের রাইড অবলম্বনে ২০০৩ সালে শুরু 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিরিজ। এ পর্যন্ত এর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সবশেষ পর্ব 'ডেড মেন টেল নো টেলস' মুক্তি পায় ২০১৭ সালের ২৬ মে। পাঁচটি ছবিতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। হলিউডে ব্যবসাসফল ছবিগুলো নারী চরিত্রকে কেন্দ্র করে নতুনভাবে তৈরি হচ্ছে। যেমন- ২০১৬ সালে 'গোস্টবাস্টারস' ও ২০১৮ সালে 'ওশানস' সিরিজের 'ওশানস এইট'। কিন্তু দুটোই বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

এদিকে 'বার্ডস অব প্রে'র পর জেমস গানের পরিচালনায় 'সুইসাইড স্কোয়াড টু' ছবিতে হার্লি কুইন চরিত্রে আবারও অভিনয় করবেন মার্গট রোবি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে