বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কলকাতায় সেরা নায়কদের তালিকায় শাকিব খান

বিনোদন রিপোর্ট
  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
কলকাতায় সেরা নায়কদের তালিকায় শাকিব খান
কলকাতায় সেরা নায়কদের তালিকায় শাকিব খান

বছরজুড়ে যেসব তারকা আলোচনায় থাকেন, দর্শক যাদের নিয়ে মাতামাতি করেন তাদের বাছাই করে সেরাদের তালিকা প্রকাশ করে কলকাতা টাইমস। হ্যাশট্যাগে 'কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান' এ সেরা ২০ জন তারকার তালিকায় এবার প্রথমবারের মতো এলো বাংলাদেশি কোনো অভিনেতার নাম!

হঁ্যা। সেরা ২০ জনের মধ্যে স্থান করে নিলেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান। প্রথম বাংলাদেশি তারকা (পুরুষ) হিসেবে তিনিই প্রথম সেখানকার সেরা ২০ তারকার মধ্যে স্থান পেলেন। গেল বছর কলকাতায় শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবি চালবাজ (নায়িকা শুভশ্রী), ভাইজান এলো রে (শ্রাবন্তী, শুভশ্রী), নাকাব (সায়ন্তিকা, নুসরাত) মুক্তি পায়। এ ছবিগুলোর ব্যবসা, দর্শকদের চাহিদা, সহশিল্পী সবকিছু বিবেচনা করে 'কলকাতা টাইমস' সেরা ২০ তারকার মধ্যে ১৮-তে স্থান দিয়েছে শাকিব খানকে। মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে তারা। সেখানে বলা হয়েছে, শাকিব খান তার স্টারডম দিয়ে হঠাৎ পশ্চিমবঙ্গের নারীদের মনে ঝড় তুলেছিলেন। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সিনেতারকা। আমরা তার পরের কাজের জন্য অপেক্ষা করছি। সংক্ষিপ্ত পরিচিতিতে আরো উলেস্নখ করা হয়েছে, বাংলাদেশে তুমুল জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার শাকিব।

1

কলকাতায় শাকিব খান অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল গত বছর রোজার ঈদে (ভাইজান এলো রে)। তারপর এই নায়ক কলকাতার আর কোনো ছবিতে কাজ করেননি। মনোযোগ দিয়েছিলেন দেশের ছবিতে। চেয়েছিলেন, দেশের ছবিতে কাজ করে সিনেমা চাঙ্গা রাখবেন। তারপর একটু প্রেম দরকার, শাহেনশাহ ছবি দুটিতে কাজ শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে