logo
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

  বিনোদন ডেস্ক   ১৫ আগস্ট ২০১৯, ০০:০০  

নতুন ছবিতে শুভশ্রী

নতুন ছবিতে শুভশ্রী
শুভশ্রী গঙ্গোপাধ্যায়
'পরিণীতা' এখনো মুক্তি পায়নি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এর মধ্যেই নতুন খবর দিলেন টালিগঞ্জের এ অভিনেত্রী। জানালেন রাজ চক্রবর্তীর প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবির নায়িকাও তিনি। নাম 'হে গর্ভধারিণী'। জানা গেছে, প্রযোজনার পাশাপাশি ছবিটির পরিচালনা করবেন রাজ চক্রবর্তী নিজেই। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। কলকাতার একটা পাঁচ তারকা হোটেলে সম্প্রতি 'হে গর্ভধারিণী' ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। নায়িকার খোঁজ মিললেও জানা যায়নি নায়ক হিসেবে কে অভিনয় করছেন এ ছবিতে। যদিও মহরত অনুষ্ঠানে রাজ চক্রবর্তী, শুভশ্রীর পাশাপাশি ঋত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র, সোহম চক্রবর্তীসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'পরিণীতা' মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর। এতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে