logo
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩ ফাল্গুন ১৪২৬

  বিনোদন রিপোর্ট   ২০ আগস্ট ২০১৯, ০০:০০  

অবশেষে শুটিংয়ে ফেরদৌস-পূর্ণিমা

অবশেষে শুটিংয়ে ফেরদৌস-পূর্ণিমা
ফেরদৌস ও পূর্ণিমা
দীর্ঘ বিরতির পর গতকাল সোমবার থেকে আবার শুরু হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মিত 'গাঙচিল'র ছবির শুটিং। নোয়াখালীতে চলছে সিনেমাটির শুটিং। টানা ১০ দিন শুটিং শেষ করে ৩০ আগস্ট ক্যামেরা বন্ধ করা হবে ছবিটির। গতকাল দুপুরে তথ্যটি নিশ্চিত করেন সিনেমার পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল। তিনি বলেন, 'আজ থেকে গল্পের চেয়ারম্যানের বাড়ির যে অংশ আছে সেই অংশের শুটিং হবে। এতে অংশ নেবেন চিত্রনায়ক ফেরদৌস, আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান ও রাশেদ মামুন অপু। পরের লটে যোগ দেবেন পূর্ণিমা।'

কয়েক মাস আগে নোয়াখালীতে শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখোমুখি হন ফেরদৌস-পূর্ণিমা। সেসময় সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়। এরপর আবার শুটিং শুরু হলে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়লে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়। সিনেমায় ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও পূণির্মা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছেন। অতিথি হিসেবে একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 'গাঙচিল'র চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়। বর্তমানে একই পরিচালকের 'জ্যাম' নামের একটি ছবিতেও অভিনয় করছেন পূর্ণিমা। 'জ্যাম' সিনেমার শুটিং প্রসঙ্গে নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, 'জ্যাম সিনেমার শুটিং করব ১৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। ঢাকার মধ্যে ও ঢাকার আশপাশেই চলবে সিনেমাটির শুটিং।' দুটি ছবিই কাছাকাছি সময়ের ব্যবধানে মুক্তি

দিতে চান নঈম ইমতিয়াজ নেয়ামুল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে