বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বাণী কাপুরকে নিষিদ্ধের দাবি

  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০
বাণী কাপুরকে নিষিদ্ধের দাবি
বাণী কাপুর

বিনোদন ডেস্ক

শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটিয়ে বিতর্কিত নায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন ভারতীয় মডেল এবং বলিউড অভিনেত্রী বাণী কাপুর। সম্প্রতি নতুন এক ফটোশুটে অংশ নিয়ে আরেক দফা বিতর্ক ছড়ালেন তিনি। শুধু তাই নয়, তাকে নিষিদ্ধ করারও দাবি তুলেছেন নেটিজেনরা। জানা গেছে, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে নিজের ফটোশুটের কিছু ছবি শেয়ার করেন বাণী। সেখানে দেখা যায়, বাণী যে বস্নাউজ পরেছিলেন, সেখানে অসংখ্যবার 'রাম'-এর নাম লেখা। এ রকম পোশাক দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। এমন কুরুচিপূর্ণ পোশাকের উপর বাণী কেন রামের নাম লিখিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন তারা। বাণী ওই ধরনের কাজ করে নিজের সংস্কৃতিকে অপমান করেছেন বলেও অভিযোগ করা হয়। সেই কারণেই বাণী কাপুরকে নিষিদ্ধ করে দেওয়া হোক বলেও দাবি করতে শুরু করেন অনেকে। পাশাপাশি বাণীকে 'লাজলজ্জাহীন' বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। কারো কারো অভিযোগ এতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি বাণীর তরফ থেকে। বর্তমানে তিনি শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে