logo
শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৬

  চান্দিনা (কুমিলস্না) সংবাদদাতা   ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

চান্দিনা আ'লীগের সম্মেলন

টিটু সভাপতি আলম সম্পাদক

কুমিলস্নার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুক্রবার বিকালে চান্দিনা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটুকে সভাপতি এবং অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিশ্রম্নতি বাস্তবায়ন-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ।

বিশেষ অতিথি ছিলেন কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

সম্মেলন উদ্বোধন করেন কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুহুল আলম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান তপন বক্‌সী, পৌর মেয়র মফিজুল ইসলাম প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে