বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

রাখাইন পরিবারের সাত সদস্যকে পিটিয়ে আহত

আমতলী (বরগুনা) সংবাদদাতা
  ২৫ আগস্ট ২০১৯, ০০:০০
রাখাইন পরিবারের সাত সদস্যকে পিটিয়ে আহত

বরগুনার তালতলী উপজেলার নামিষেপাড়া গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে রাখাইন সম্প্রদায়ের ৭ নারী-পুরুষকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

জানা গেছে, নামিষেপাড়ার চাগোমা রাখাইনের সঙ্গে একই গ্রামের ছোমেদ আলী, হারুন, সামসুল হক, মামুন, হাবিব, মংগসে, বুমংসে গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার ওই জমিতে ছোমেদ আলী, হারুনসহ উলিস্নখিত ব্যক্তিরা হালচাষ করতে যান। তখন চাগোমা রাখাইন বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ব্যাপক মারধর করতে থাকে। তার চিৎকারে মাঅংফ্রু, চামাসে, মামাফ্রু, গামারি, মাহান, মিইেয়েসান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

\হতালতলী থানার ওসি তদন্ত মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে