বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃতু্য

  ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০
ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃতু্য

রাজশাহী অফিস

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃতু্য হয়েছে। সোমবার বিকেলে মহানগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিংয়ে পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (৩)। রাজশাহীর জিআরপি থানার এসআই মশিউর রহমান জানান, খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৩টার দিকে মহানগরের ভদ্রা জামালপুর রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। এতে রুবেল ঘটনাস্থলেই মারা যান। আর স্থানীয়ারা মুমূর্ষু অবস্থায় তার শিশু কন্যাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে যাওয়ার পর শিশুটির মৃতু্য হয়। জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল নিহতের সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে