বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জাহাজভাঙা শ্রমিকের মৃতু্য

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
  ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০
জাহাজভাঙা শ্রমিকের মৃতু্য

সীতাকুন্ড শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের লোহার পেস্নটের নিচে চাপা পড়ে মো. মুসলিম উদ্দিন (৫১) নামে জাহাজভাঙা এক শ্রমিকের মর্মান্তিক মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুমিরা সাগর উপকূলে অবস্থিত প্যাসিফিক শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

জানা যায়, বিকালে প্যাসিফিক শিপইয়ার্ডে কাটার জন্য রাখা স্ক্র্যাপ জাহাজের বড় একটি লোহার পেস্নট কাটার সময় হঠাৎ ফোরম্যান মুসলিমের ওপর পড়ে। এ সময় অন্য শ্রমিকরা মুসলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোলস্না ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে