সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শৈলকুপায় দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০
শৈলকুপায় দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা শহরের নতুন বাজারে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে মাজেদ শেখ ও ফারুক শেখ নামের দুই খুচরা পেঁয়াজ বিক্রেতাকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পেঁয়াজ কিনে শতকরা ১০ টাকা লাভে বিক্রির কথা থাকলেও বাজারে খুচরা ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে