বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

হিলিতে ফেনসিডিল পাচারকারী আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
  ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০
হিলিতে ফেনসিডিল পাচারকারী আটক

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে শনিবার মোটরসাইকেলের ট্যাংকিতে ৯৮ বোতল ফেনসিডিল লুকিয়ে পাচারের প্রাক্কালে মোটরসাইকেলটিসহ আশরাফুল ইসলাম (৩২) নামক এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন মংলা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার সালাহউদ্দিন জানান, মোটরসাইকেলটি চালিয়ে মংলা বাজার হতে হিলি অভিমুখে যাবার প্রাক্কালে বিজিবির একটি টহলদল মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটিসহ আশরাফুলকে আটক করেন। এরপর বিশেষ কায়দায় ট্যাংকিতে লুকানো ফেনসিডিলগুলো উদ্ধার করেন। সে জেলার বিরামপুর উপজেলাধীন খুলুপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে