বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ফুলবাড়ীতে কৃষকের খেতে ৩০ কেজি ওজনের লাউ

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
ফুলবাড়ীতে কৃষকের খেতে ৩০ কেজি ওজনের লাউ
ফুলবাড়ীতে কৃষকের খেতে ৩০ কেজি ওজনের লাউ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা চেয়ারম্যানপাড়া গ্রামের কৃষক আব্দুল হামিদের জমিতে ৩০ কেজি ওজনের একটি দেশি প্রজাতির লাউ ধরেছে। এতো বড় লাউ এলাকাটিতে প্রথমবারের মতো হওয়ায় সেটি দেখতে এলকাবাসী ভিড় করছেন। অনেকে লাউটি কিনে নেয়ার জন্য চেষ্টা করলেও সেটি বিক্রি করতে আগ্রহী নন কৃষক আব্দুল হামিদ। তিনি এই লাউটি বিক্রি না করে বিচি সংরক্ষণ করে রাখবেন বলে জানিয়েছেন।

লাউটি সম্পর্কে জানতে চাইলে কৃষক আব্দুল হামিদ বলেন, তিনি তার ১০ শতাংশ জমিতে লাউ চাষ শুরু করেন। এতে খরচ হয় প্রায় ২ হাজার টাকা। লাউয়ের ফসল ভালো হওয়ায় এই জমির লাউ বিক্রি করে তিনি খরচ বাদ দিয়ে আয় করেন প্রায় ৭ হাজার টাকা।

তিনি আরও বলেন, অন্যান্য লাউগুলো ছোট-মাঝারি হলেও ক্ষেতের একটি মাত্র লাউ অনেকটা বড় আকারের হয়। যার ওজন হয় ৩০ কেজি। তিনি এই লাউটি বিক্রি না করে লাউটির বিচি সংরক্ষণ করবেন ও সামনে এই বিচি দিয়ে লাউ চাষ করবেন বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে