শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

খালেদার স্বাস্থ্য: সুপ্রিম কোর্টের আদেশের কপি বিএসএমএমইউতে

যাযাদি রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
খালেদার স্বাস্থ্য: সুপ্রিম কোর্টের আদেশের কপি বিএসএমএমইউতে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ড গঠন করে তার রিপোর্ট আদালতে দাখিল করার জন্য দেয়া নির্দেশের কপি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (বিএসএমএমইউ) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

তিনি জানান, খালেদার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের রিপোর্ট আদালতে দাখিল করার জন্য দেয়া নির্দেশের কপি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের কাছে সোমবার বিকালে পৌঁছেছে।

আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এদিন আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত।

গত ২৮ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে আপিল বিভাগ এই আদেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে