logo
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০, ১৮ আষাঢ় ১৪২৬

  ক্রীড়া প্রতিবেদক   ৩০ জুন ২০২০, ০০:০০  

সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত

আমরা সবাই একমত হয়েছি এ বছর সেপ্টেম্বরে আমাদের যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ঢাকাতে, সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আগামী বছর কবে নাগাদ সাফ টুর্নামেন্ট হবে, সেটা আমরা কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।' -আনোয়ারুল হক হেলাল

সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত
সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছর সেপ্টেম্বরে। এবার আয়োজক বাংলাদেশ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ বছর আর মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। তবে আগামী বছরের কোনো এক সময় বাংলাদেশেই আয়োজিত হবে টুর্নামেন্টটি। সোমবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। এ ছাড়া সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো নিয়ে আগামী সভায় সাফ সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলেও জানান হেলাল।

সোমবার সাফের সদস্যভুক্ত দেশগুলোর সাধারণ সম্পাদক সম্পাদকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন আনোয়ারুল হক হেলাল। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক বলেছেন, 'আজকে (সোমবার) আমরা একটা সভা করেছি আমাদের সাফের মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদকদের সঙ্গে। আমাদের সাফের এ বছরের ক্যালেন্ডার নিয়ে আলোচনা করার জন্য। এখানে আমরা সবাই একমত হয়েছি এ বছর সেপ্টেম্বরে আমাদের যে সাফ হওয়ার কথা ছিল ঢাকাতে। সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আগামী বছর কবে নাগাদ সাফ টুর্নামেন্ট হবে। সেটা আমরা কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।'

শুধু সিনিয়র সাফই নয়। এ বছর সাফের বেশ কয়েকটি বয়সভিত্তিক টুর্নামেন্টও আয়োজন করার সিদ্ধান্ত হয়েছিল। তবে ওই টুর্নামেন্টগুলোও কি স্থগিত হবে। নাকি এ বছরই আয়োজন করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত আসবে সাফের পরবর্তী সভায়। এ বিষয়ে হেলাল বলেন, 'আমাদের বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো ছিল। সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আলোচনার ভিত্তিতে ঠিক করেছি। এ বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা আবার এ বিষয়টি নিয়ে আলোচনায় বসব। যদি পরিস্থিতি ভালো হয়। সম্ভব হলে আমরা ডিসেম্বর নাগাদ দু-একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করব। আর যদি না হয় তাহলে পরবর্তী বছর পর্যন্ত স্থগিত করা হবে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে