কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌর জামায়াতের উদ্যোগে জুলাই-আগস্ট গণভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দরিদ্র অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও সেক্রেটারী মোস্তফা কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমীর আশিক মাহবুব শফি, আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারী ইমরান হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান সামিম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক খান, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম প্রমুখ।