logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

লিভারপুলকে হুমকি জিদানের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্বের খেলা বুধবার রাতে শেষ হয়েছে। এখন ভক্তদের আগ্রহ শেষ ষোলোর ড্র নিয়ে। কে কার মুখোমুখি হচ্ছে, সেটা জানতে অধীর হয়ে আছেন তারা। নকআউটে ২০১৮ সালের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে গতবারের চ্যাম্পিয়নদের আগাম হুমকি দিয়ে রাখলেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

বুধবার রাতে ক্লাব ব্রম্নগেকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে দুর্দান্ত জয়ের পর তাদের চোখ এখন শেষ ষোলোতে। দ্বিতীয় স্থানে থেকে 'এ' গ্রম্নপের খেলা শেষ করা রিয়ালের দেখা হয়ে যেতে পারে 'ই' গ্রম্নপের চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে। গত বছরের ফাইনালে ৩-১ গোলে তাদের হারিয়ে ১৩তম শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা। এবারও একই ফলের পুনরাবৃত্তি হবে বিশ্বাস জিদানের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে