সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইভ্যালিতে যাত্রা শুরু করল শাইনপুকুর

  ৩১ জুলাই ২০২০, ০০:০০
ইভ্যালিতে যাত্রা শুরু করল শাইনপুকুর
ইভ্যালিতে যাত্রা শুরু করল শাইনপুকুর

সিরামিকস পণ্য প্রস্তুতকারক জনপ্রিয় প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস যুক্ত হলো দেশসেরা ই-কমার্সভিত্তিক মার্কেটপেস্নস ইভ্যালি ডট কম ডট বিডিতে। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো অনলাইন মার্কেটপেস্নসের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করল শাইনপুকুর সিরামিকস। শাইনপুকুরের বিভিন্ন ডিজাইনের অত্যাধুনিক সিরামিক পণ্য এখন থেকে ইভ্যালিতেই কিনতে পারবেন গ্রাহকরা। এ লক্ষ্যে বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুইটির মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের উপস্থিতিতে ইভ্যালির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন চিফ কমার্শিয়াল অফিসার সিরাজুল ইসলাম রানা এবং শাইনপুকুর সিরামিকের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা তানভীরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে ইভ্যালির বিজনেস ডেভেলপমেন্ট শাখার প্রধান দিবাকর দে শুভ, বিজনেস ডেভেলপমেন্ট লিড আবু তাহের সাদ্দাম এবং শাইনপুকুর সিরামিকসের করপোরেট সেলস শাখার ডেপুটি ম্যানেজার সাহাবুদ্দিন ভূঁইয়া এবং সিনিয়র এক্সিকিউটিভ মুস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে