সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

বাকৃবিতে শিক্ষকদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন 

বাকৃবি প্রতিনিধি
  ৩১ জুলাই ২০২৪, ২২:৪৭
ছবি : যায়যায়দিন

শিক্ষার্থী হত্যা ও নিপীড়ন বন্ধ, গণ গ্রেফতার বন্ধ, হত্যাকান্ডে জড়িতদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষকদের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন বাকৃবির শিক্ষকবৃন্দ।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১ টার দিকে কর্মসূচি পালনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা প্লেকার্ড হাতে একত্রিত হন।

জানা যায়, গণ গ্রেফ-তার বন্ধ কর, মার্চ ফর জাস্টিস, বিচার হতেই হবে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও এবং স্টুডেন্টস ব্লা-ড ম্যাটারসহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড দেখা যায় শিক্ষকবৃন্দের হাতে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে প্লেকার্ড হাতে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শেষ হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে। পরে সেখানে ন্যায় বিচার, শিক্ষার অনুকূল পরিবেশ এবং নি-হতদের জন্যে দোয়া করা হয়।

যাযাদিত/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে