জয়পুরহাটের ক্ষেতলালে রোপা-আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় মাঠ শুকিয়ে যাচ্ছে। ফলে দ্রুততার সাথে মাঠে নেমেছেন কৃষক।
আমন ধান কেটে ঘরে তুলে জমিতে আলু,শরিষা,আবাদ করবেন বলে আগাম জাতের ধান রোপণ শুরু করেছেন তারা। এরমধ্যে ব্রি-ধান ৯০,বিনা ১৭,ব্রি-৭৫, স্বর্ণা ৫, ধানী গোল্ড, ব্রি-ধান ১০৩ সহ বিভিন্ন জাতের রয়েছে।
উপজেলার মালিপাড়া গ্রামের কৃষক নূরুন্নবী হোসেন (মিল্টন) জানান, এবার বৃষ্টিপাত কম হওয়ায় মাঠে পানি শুকিয়ে যাচ্ছে।
তাই বাধ্য হয়ে নলকূপ থেকে পানি নিয়ে দ্রুত জমিতে ধান রোপণ করতে হচ্ছে।পৌর এলাকার কোড়লগাড়ী গ্রামের কৃষক নজরুল ইসলাম (তাইফুল) জানান,চলতি মৌসুমে তিনি ৩০ বিঘা জমিতে ধান রোপণ করছেন।
ধান কেটে জমিতে আলু,শরিষা, গম আবাদ করবেন। গতবছর আমন মৌসুমে ধান কেটে প্রায় ২৩ বিঘা জমিতে আলু,শরিষা,আবাদ করেছিলেন।
এতে বেশ লাভবান হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান জানান,চলতি মৌসুমে প্রায় ১০ হাজার ৭শ ৭৫ হেক্টর জমিতে ধান চাষের লক্ষমাত্রা নিধারন করা হয়েছে।
ইতিমধ্যে প্রায় ৯ হাজার ৬ শ ৭৫ হেক্টর জমিতে ধান রোপন শেষ হয়েছে।
আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলেও জানিয়েছেন তিনি।
যাযাদি/ এস