বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা-সম্মাননা প্রদান

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৭

কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া দ্বিতীয় বর্ষপূর্তি উৎযাপন উপলক্ষে সাহিত্য পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলওয়াত ও সমস্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়া'র প্রতিষ্ঠাতা সভাপতি ড. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এস এম মুসতানজিদ লোটাস।

প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ, কবি ও লেখক মোঃ রেজাউল করিম, মিরপুর নবাব সিরাজদৌলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আহম্মদ আলী, কুষ্টিয়া জেলা পরিষদ এর সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দার, কুষ্টিয়া সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, কবি, গল্পকার ও সংগঠক আসমান আলী, মিরপুর সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ শাহিন উদ্দিন।

পবিত্র কোরআন তেলওয়াত করেন কে এস পি'র কবি মোঃ তরিকুল ইসলাম তারিক, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুলতানপুর মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান। প্রধান অতিথি ডাক্তার এস এম মুসতানজিদ লোটাস এর মেয়ে ডাক্তার মুমতাহিনা ফাতিমা ধ্রুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তরণ সাহিত্য পরিষদের সভাপতি শেখ আক্তার এবং সম্পাদকও বিশিষ্ট আবৃত্তিকার এম ডি আসাদ, কবি ও লেখক এবং একটু পাশে দাঁড়াই এর প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, কে এস পি'র সিনিয়র কবি মোঃ আশরাফুল ইসলাম চাঁদ মোঃ শরিফুজ্জামান কুদ্দুস, প্রভাষক মোঃ আরশেদ আলী, খ,ম,আ,শুকুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবি মওলা বকস্ অডিটোরিয়ামে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে