শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দুর্গাপুরে পথ পাঠাগারের বিশেষ কর্মসূচি "হাত বাড়ালেই বই"

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৩, ১৪:৫৮
দুর্গাপুরে পথ পাঠাগারের বিশেষ কর্মসূচি "হাত বাড়ালেই বই"

নেত্রকোনার দুর্গাপুরে শিশু কিশোরদের বই পড়ায় উদ্ধুদ্ধ করনে "হাত বাড়ালেই বই" বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পথ পাঠাগার । মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স।

পরে এক আলোচনা সভায় পথ পাঠাগারের সাধারন সম্পাদক রাজেশ গৌড়ের সঞ্চালনায় ও সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়া, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কবি জীবন চক্রবর্তী, দুনিয়া মামুন জনপদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, পথ পাঠাগারের আজকের এই কর্মসূচি নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে গুরত্বপূর্ন ভূমিকা পালন করবে। বই শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি ও মনের সুপ্ত ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। এ পাঠাগারের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা

এরপর দিনব্যাপী একটি অটো গাড়িতে বই বহন করে নিয়ে পৌর শহরের বিদ্যালয়গুলোতে ঘুরে বেড়ায় পথ পাঠাগার টিম। সেখানকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অটো গাড়ি থেকে বই নিয়ে পড়ে। পরে বই পড়ার উপকারিতা সম্পূর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন পথ পাঠাগার টিম।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে