নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন।
সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ৮টি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সন্ধ্যায় ঢাকা ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হলে বৈষম্যবিরোধী ছাত্ররা সৈয়দপুরের আওয়ামী লীগে নেতাদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন তুলে গ্রেপ্তারের দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে বলেন, নইলে আপনারা (পুলিশের কর্মকর্তা) থাকতে পারবেন না।
নির্দেশনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে শুক্রবার (০৯ মে) সকাল ১০ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৪৮), প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (৪৮), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের সদস্য মোঃ আলতাফ হোসেন (৫৪), সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগের সদস্য মোঃ মাহবুব আলম (৩৮), আওয়ামী লীগ সমর্থক যথাক্রমে মোঃ রশিদুল হক (৪৮), মোঃ সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩), মোঃ আমিনুল ইসলাম (৪৮) ও জুলফিকার আলী (৪৬)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, বিএনপির সৈয়দপুরের রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন মামলায় তাদের আটক করা হয়েছে।
যাযাদি/ এসএম