নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এসব আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন দল।
ভোরে বিএনপির দলীয় কার্যালয় ‘ক্রাইস সিন’ লেখা হলুদ ট্যাপ দিয়ে ঘিরে দেওয়া হয়। কার্যালয়ের গেট তালা দিয়ে বন্ধ করা হয়।
সিআইডির ক্রাইম সিন ইউনিট রাস্তায় পড়ে থাকা পুড়ে যাওয়া ছাই, বিভিন্ন দ্রব্য সমাগ্রী আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা আলামত সংগ্রহের পর ক্রাইম সিন ইউনিট চলে যান।
কেমিক্যালল্যাব থেকে রিপোর্ট করবে- এখানে কী ধরনের এক্সেপ্লোশন আছে, বিস্ফোরক আছে তা জানা যাবে।’
এদিকে, কার্যালয়ের আশপাশে কোনো নেতাকর্মী দেখা যায়নি।
নয়া পল্টনের সড়ক দিয়ে কিছুক্ষণ পরপর বিজেবির টহল দল সড়ক প্রদক্ষিণ করছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া সকাল সন্ধ্যা হরতালে নয়াপল্টনে সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে। রিকশা-প্রাইভেট, সিএনজি বেশি। গণপরিবহনের সংখ্যা কম।
যাযাদি/ এসএম